বর্ণনামূলক ভাষাবিজ্ঞান

প্রশ্ন: ভাষাবিজ্ঞানের বর্ণনামূলক ভাষাবিজ্ঞান সম্পর্কে ধারায় সংক্ষেপে আলোচনা করো।

উত্তর: বর্ণনামূলক ভাষাবিজ্ঞান:
অর্থনিরপেক্ষভাবে সমকালীন জীবন্ত ভাষার বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ ও বর্ণনা ভাষাবিজ্ঞানের যে শাখায় আলোচিত সতো হয়, তাকে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বলে।এই শাখায় একটি নির্দিষ্ট কালের ভাষাচর্চা হয়ে থাকে বলে ভাষাবিজ্ঞানীরা একে এককালিক ভাষাবিজ্ঞান (synchronic Linguistics) বলে।

বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের ইতিহাস:
বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের জনক হলেন ফেনিী দ্য সোস্যুর। পাশ্চাত্যে তিনি ছাড়াও ভাষাবিজ্ঞানের এই শাখাকে সমৃদ্ধ করেছেন।
নীসন, হকেট, বুমফিল্ড প্রমুখ। একদা ইউরোপ এবং আমেরিকাতে ভাষাচর্চার এই দৃষ্টিভঙ্গিা যখন বেশ গ্রহণযোগ্যতা পায়, সেই সময়ে উঠে আসে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের ধারা। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানীরা ঐতিহাসিক ধারা থেকে নিজেদের স্বতন্ত্র রাখতে সর্বদা সচেষ্ট থাকেন। সোস্যর সরাসরি জানান: “The opposition between the two viewpoints, the synchronic and the diachronic, is absolute and allows no compromise. ['Course in General Linguistics]


বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের বিভাজন:
বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে ভাষাচর্চা হয়ে থাকে জীবন্ত ভাষা নিয়ে এবং এখনও অস্তিত্ব বা , যা
ক্ষের ও বিভাজন যে ভাষার আছে ছিল
এখনও লিপিবদ্ধ হয়নি সেইসব ভাষার গুরুত্ব
এখানে অপরিসীম। কথ্যভাষার রূপই এর বিবেচ্য বলে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান চর্চায় চারটি বিষয় প্রাধান্য পায় :

ক. ধ্বনিবিজ্ঞান বা ধ্বনিতত্ত্ব
খ. রূপতত্ত্ব
গ. বাক্যতত্ত্ব
ঘ. শব্দার্থতত্ব

বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে তাই মূল ভাষাপ্রবাহের সঙ্গে অবশ্যম্ভাবীরূপে প্রাধান্য পায় উপভাষা (Dialect) এবং ব্যক্তিভাষা (Ideolect)।

Comments

Post a Comment

Popular posts from this blog

Comment on the significance of Julia-Faulkland Episode in Sheridan’s The Rivals

Edmund Spenser's Amoretti -79

Robert Browning - The Last Ride Together & Memorabilia